বাংলাদেশে পাওয়া গেছে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৪:৩৭

সাহস ডেস্ক

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শনিবার (৮ মে) আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া এক স্যাম্পল পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের থাবায় লণ্ডভণ্ড ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৮৭ জন মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ। এছাড়া দেশটিতে এই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৭৮ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জনে।

শনিবার (৮ মে) সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে। খবর এনডিটিভির।

ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন এবং এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৬০ জন। প্রতিবেশী এই দেশটিতে করোনারে সর্বোচ্চ প্রকোপের মধ্যেই দেশটিতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে। এর পাশাপাশি বিভিন্ন বোর্ড পরীক্ষা বাতিল ও স্থগিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত