বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোফার্ম টিকা

প্রকাশ : ০৮ মে ২০২১, ০৩:৪৫

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চীনের সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবিসি জানিয়েছে, এ পর্যন্ত কেবল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকাই জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

ইতোমধ্যেই নিজ দেশসহ বিশ্বের ৪৫টি দেশে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বেশকিছু দেশে টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশেও এ টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেশে এসে পৌঁছুবে টিকাটির পাঁচ লাখ ডোজ।

অন্যদিকে, ব্রাজিলে দেশটির অপর টিকা “সিনোভ্যাক” এর ট্রায়াল চলছে। এছাড়া তুরস্ক ও ইন্দোনেশিয়াতেও নেওয়া হচ্ছে টিকাটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত