দেশে করোনার ভারতীয় ধরন এসেছে কিনা জানা যাবে শিগগির

প্রকাশ : ০৪ মে ২০২১, ১৩:১২

সাহস ডেস্ক

ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর যাদের করোনা পজেটিভ এসেছে তাদের নমুনা গ্রহণ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসলেই বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৩ মে) অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম ভার্চুয়াল এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে করোনার ভারতীয় ধরনটি প্রবেশ করেছে কিনা সে ব্যাপারটি আমরা কিছুদিনের মধ্যে নিশ্চিত করতে সক্ষম হব। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর যাদের করোনা পজেটিভ এসেছে তাদের নমুনা গ্রহণ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসলেই বিষয়টি জানানো হবে।

নাজমুল বলেন, যারা ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন থেকে প্রথম ডোজ নিয়েছেন তারা অন্য যে কোনো কোম্পানির ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারবেন এবং এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ভ্যাকসির উৎপাদনকারী কোম্পানিগুলোর কোনো নির্দেশনা নেই।

ডিজিএইচএস এর মুখপাত্র আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন নিয়ে এক ধরনের কূটনৈতিক দৌরাত্ম লক্ষ্য করা যাচ্ছে। যদিও এটি আসলে মানবতার জয়গান। আমরা দেখে আসছি বাংলাদেশ এ ব্যাপারে বরাবরই সফল হয়ে আসছে। এবং এ কারণে আমরা আশা করতে পারি আমরা অক্সফোর্ডের দ্বিতীয় ডোজও পেয়ে যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত