চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত আরও ৪২ জন, মোট ১০১৮

প্রকাশ : ০৪ মে ২০২১, ০২:০৮

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৮ জনে। সোমবার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১২৬ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৪২ জন শনাক্ত হয়। শনাক্তদের ২৯ জন পুরুষ ও ১৩ জন নারী। এদের মধ্যে সদরের ২২ জন পুরুষ ও ১১ জন নারী, গোমস্তাপুরের ৬ জন পুরুষ ও ২ জন নারী এবং নাচোল উপজেলার ১ জন পুরুষ। তবে এদের চূড়ান্ত পরিচিতি ও অবস্থান নিশ্চিতে কাজ চলছে।

সিভিল সার্জন জানান, জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১১০ জন। এদের মধ্যে সদরে ৭১, শিবগেঞ্জ ২০, গোমস্তাপুরে ১৩, নাচোলে ১ ও ভোলাহাটে ৭ জন রোগি রয়েছে। জেলায় এপর্যন্ত শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮৯ জন। মারা গেছেন ১৯ জন।

তিনি জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৮৩৭ জনের নমুনা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসেনি ৩৩টি নমুনার।

তিনি আরও জানান, জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। সোমবার মজুদ রয়েছে ১২ হাজার ৪৪৯ ডোজ ভ্যাকসিন। জেলায় এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৫শত ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত