চাঁপাইনবাবগঞ্জে আবারও ৩ জন শনাক্ত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২১, ১৭:২৯

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এরা সকলেই পুরুষ ও সদর উপজেলার বাসিন্দা। 

সোমবার (২৬ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১২ জনের নমুনা ফলাফলে ওই ৩ জন শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় ৯৪৮ জন শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৮১৬ জন। মারা গেছে ১৫ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১১৭ জন। এদের ৯০ জন সদর, ২০ জন শিবগঞ্জ, গোমস্তাপুর ৩, নাচোল ১ ও ৩ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।

তিনি জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসেনি ১৫টি নমুনার।

সিভিল সার্জন আরও জানান, রবিবার সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জন রোগি ভর্তি ছিল।

এদিকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাওয়া তথ্যানুযায়ী জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে ৪৯ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে ১৩ হাজার ৭৯৩ জন। ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে ৬০ হাজার ৫৮৫ জন। জেলায় এ পর্যন্ত ৮৬ হাজার ৫শ' ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে বলে জানিয়েছে সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত