তেঁতুলিয়ায় কোয়ারেন্টাইন থেকে পালালো ৪ জন, ফেরত আসলো ২ জন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৪:০৫

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ের তেঁতুলি উপজেলায় ভারত ফেরত ৪ জন বাংলাদেশী নাগরিক সরকারি কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এদের মধ্যে ২ জন কোন কিছু বুঝতে না পেরে একই দিন রাতে আবার ফেরত এসেছেন।

রবিবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনাটি ঘটে। সোমবার (১৯ এপ্রিল) রাতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

কোয়ারেন্টাইন থেকে পলাতকরা হলেন, ঠাকুরগাঁও এর শান্তিনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে মিন্টু, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম, ঠাকুরগাঁও সদরের সালান্দর গ্রামের কিসমত আলীর ছেলে রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার। এর মধ্যে পালানোর পর রাতেই কোয়ারেন্টাইনে ফেরত আসেন রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাবনী আক্তার।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ১২ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরেন। কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। তাদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে অবস্থান বাধ্যতামূলক করা হয়। সেখান থেকে সন্ধায় চারজন পালিয়ে যায়। এর পর রাতে আবার দুইজন স্বামী-স্ত্রী কোয়ারেন্টাইনে ফেরত আসে। বর্তমানে ১০জন সেখানে অবস্থান করছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, ২ জন ফেরত আসলেও অপর দুইজন কোন মতে পালিয়ে গেছে তাদের এলাকায়। বর্তমানে পলাতক ওই দুইজনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত