করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২১, ১৬:২৬

সাহস ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫৮৪-তে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭ হাজার ৪৬২ জন। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হলেন ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।

শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

এ নিয়ে পরীক্ষা বিবেচনায় ২৩.৫৭ শতাংশ হারে নতুন সংক্রমণ-সহ মোট ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হলো। অবশ্য, দেশে সামগ্রিক সংক্রমণের হার ১৩.৬২ শতাংশ।

এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনায় সাত হাজার ৬২৬ জন শনাক্ত হয়। যা দেশে করোনায় একদিনে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত