৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্র

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৬:০৬

সাহস ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে যথাসময়ে দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে।

সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই কর্মসূচি নির্ধারিত সময়েই শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকের সিদ্ধান্তের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বিচার বিভাগ ও ব্যাংক তাদের নিজেদের সময়-সূচি নির্ধারণ করবে।

আজ মন্ত্রিপরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় এই আইন ভঙ্গকারীদের শাস্তি হিসেবে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত