১২ বছর বয়সী শিশুদের মাস্ক পরা উচিত: ডব্লিউএইচও

প্রকাশ | ২৩ আগস্ট ২০২০, ১৯:১৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২০, ১৯:২১

অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের যে নিয়ম আছে, তা মেনে ১২ বছর বা এর বেশি বয়সী শিশুদের মাস্ক পরা উচিত। তবে পাঁচ বছর বা এর কম বয়সীদের সাধারণ ক্ষেত্রে মাস্ক পরার দরকার নেই।

শিশুরা কীভাবে ভাইরাস ছড়ায়, সে সম্পর্কে খুব কমই জানতে পেরেছে ডব্লিউএইচও। তবে তারা বলেছে, টিনএজরা বয়স্কদের মতো অন্যদের আক্রান্ত করতে পারে।

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আট লাখের বেশি মানুষ মারা গেছে। দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশ এবং লেবাননে সংক্রমণ বাড়ছে।

সূত্র: বিবিসি