অনেক দেশ মহামারি নিয়ে ভুল পথে হাঁটছে: হু

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ২২:৪৪

সাহস ডেস্ক

হু প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, ‘বিশ্বের অনেক দেশই করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে না। আবার কোনও কোনও দেশ এই মহামারি নিয়ে ভুল পথে হাঁটছে। তবে মহামারি ঠেকাতে যদি প্রাথমিক বিষয়গুলিই অনুসরণ না করা হয়, তা হলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর থেকে অতিভয়ঙ্কর হয়ে উঠবে।’

সোমবার (১৩ জুলাই) রাষ্ট্রপুঞ্জের সদর দফতর জেনিভায় এক ভিডিও কনফারেন্সে একথা বলেন হু প্রধান।

বর্তমানে করোনাভাইরাসের হটস্পট হয়ে উঠেছে আমেরিকা ও ব্রাজিল। এই দুই দেশের প্রসঙ্গে হু প্রধান বলেন, ‘রবিবার গোটা বিশ্বে ২ লক্ষ ৩০ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে ৫০ শতাংশই দু’টি দেশের এবং ৮০ শতাংশ সংক্রমণ দশটি দেশের।’

অন্য দিকে, হু-র আপত্কালীন প্রধান মাইক রায়ানও আমেরিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমেরিকার যে সব জায়গায় সংক্রমণ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, সেখানে কড়া লকডাউন চালু করা উচিত।’

সঙ্কটময় পরিস্থিতির মধ্যেও আমেরিকা-সহ অনেক দেশেই স্কুল-কলেজ চালু হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে সব দেশের উদ্দেশে রায়ানের বার্তা, এমন পরিস্থিতিতে স্কুল-কলেজকে রাজনীতির শিকার বানাবেন না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার উপরই জোর দিয়েছেন রায়ান।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লক্ষ ১৩ হাজার ৬৬৯ জন। মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার ৪৪৩ জন।

সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানের মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ ৯১ হাজার ৮৫৯ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৪৬৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৭২ হাজার ৯৫০ জন।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত