রামগতিতে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ১২:৫৪ | আপডেট: ০১ জুলাই ২০২০, ১৩:৪৫

লক্ষীপুরের রামগতিতে প্রবীর কান্তি নাগ (৫৮) নামে এক পুলিশ সদস্য করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রামা গেছেন। ওই পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রামগতির কর্মরত সদস্য।

বুধবার (১ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার ওই পুলিশ সদস্য শরিয়তপুরের মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এখানে বদলি হয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহিম বলেন, পুলিশ সদস্য করোনাভাইরাসের উপসর্গ (শ্বাস কষ্ট ও হালকা কাঁশি) নিয়ে মৃত্যু হয়েছে। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।