রামগতিতে করোনার উপসর্গ নিয়ে সহকারী শিক্ষকের মৃত্যু

প্রকাশ : ০৯ জুন ২০২০, ১৮:৫২

লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কামাল উদ্দিন (৫৩) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

তিনি রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুকবুল আহমদ ব্যাপারী বাড়ির বশির আহমদের ছেলে। এবং উপজেলার চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, ‘গত ৪-৫ দিন ধরে কামাল উদ্দিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে দুপুরে তার মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় পরীক্ষার জন্য তার মৃত দেহ থেকে নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত