রামগতিতে আরও দুইজন করোনায় আক্রান্ত, জেলায় মোট ৫৪

প্রকাশ : ০৯ মে ২০২০, ১৮:০৯

লক্ষ্মীপুরের রামগতিতে আরও দুইজন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই উপজেলাতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো আট জনে। এছাড়া ঢাকা থেকে একজন করোনা আক্রান্ত রোগি এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪জন।

৯ মে (শনিবার) সকালে জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘চট্রগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি থেকে ২৬ জনের নমুনার ফলাফল আসে। এদের মধ্যে দুইজন রোগীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। বাকি একজন ঢাকা থেকে এসেছে।’

জেলাতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ জন রোগী বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন। শনাক্তের আগেই ১ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্ত রোগীদের মধ্যে, সদর-১৮, রামগঞ্জ-১৯, কমলনগর-০৭, রামগতি-০৮, রায়পুর-০২। এ পর্যন্ত ১৩৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার ১২৯৮টি রেজাল্ট পাওয়া গেছে। এখনো ৯৫টি রেজাল্ট পেন্ডিং রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত