রামগতিতে করোনাজয়ী রোগীকে উপহার দিলেন উপজেলা প্রশাসন

প্রকাশ : ০৭ মে ২০২০, ১৮:৩০

লক্ষ্মীপুরের রামগতিতে চর গাজী ইউনিয়ন পরিষদের এক মেম্বারের করোনা শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ সাত কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

এদিকে রামগতির প্রথম করোনা রোগীর বাড়িতে গিয়ে করোনাজয়ীকে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। এনিয়ে এ উপজেলায় সুস্থ হয়েছেন ৪ জন।

এরআগে করোনা সন্দেহে ওই ইউনিয়নের সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, কর্মকর্তাদের গাড়ীর চালকসহ ৪২ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। দুই দিনে ৪৯ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠায় স্বাস্থ্য বিভাগ, যার ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কামনাশিস মজুমদার জানান, ‘কর্মকর্তা ছাড়াও চর গাজী ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বার, গ্রাম পুলিশ, কর্মকর্তাদের গাড়ী চালকসহ যে ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পর্যায়ক্রমে রেজাল্ট পাওয়া যাবে।’

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, ‘গত ২৯ এপ্রিল চর গাজী ইউনিয়ন পরিষদের মেম্বারের করোনা শনাক্ত হয়। করোনা সংকটে মানবিক সহায়তার অংশ হিসেবে ইউনিয়নের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ (ওসি), পিআইও, যুব উন্নয়ন কর্মকর্তা, ট্যাগ অফিসার সহকারী মৎস্য কর্মকর্তা ওই মেম্বারের সংস্পর্শে আসেন। এতে করোনা সন্দেহে কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরীক্ষার পর তাদের করোনা নেগেটিভ আসে।’

এছাড়াও করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের রাজিবের পরিবারের তিনজনের চিকিৎসা পরবর্তী পরীক্ষার পর স্যাম্পল টেষ্টে করোনা নেগেটিভ শনাক্ত হয়। এ দিকে কয়েকদিন আগে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন রামগতির প্রথম করোনা রোগী পৌর ৬নং ওয়ার্ডের ইউনুছ মাঝি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, ‘আল্লাহর রহমতে করোনা পরীক্ষার পর রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কাজ করতে গেলে নিজের অজান্তেই ঝুঁকির মধ্যে পড়তে হয়। রামগতির প্রথম করোনা রোগীর বাড়িতে মিষ্টি, ফল নিয়ে করোনাজয়ীকে শুভেচ্ছা জানানো হয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত