দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩ জন

প্রকাশ | ০৭ মে ২০২০, ১৮:১৩ | আপডেট: ০৮ মে ২০২০, ০৩:৪২

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।

৭ (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, শেষ ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। তবে এই সময়ে কতজন মারা গেছেন, সে তথ্য পড়ে জানানো হবে।

তিনি বলেন, ‘নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।’

তিনি আরও বলেন, ‘শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ২ লাখ চার হাজার ৩১ জন।