গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০৬ জন, সুস্থ ১৩০

প্রকাশ : ০৭ মে ২০২০, ১৫:১৩

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৭০৬ জন আক্রান্ত হয়েছে। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় কেউ মারা গেছেন কি-না বা কতজন মারা গেছেন, সে তথ্য জানানো হয়নি।

৭ মে (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৫ হাজার ৫১৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

বুলেটিনে মৃত্যুর তথ্য উল্লেখ না করে ডা. নাসিমা জানান, এ তথ্য প্রেস রিলিজে জানানো হবে।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫। মোট মৃত্যু সংখ্যা ১৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত