লক্ষ্মীপুরে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট ৪৮

প্রকাশ : ০৫ মে ২০২০, ১৫:০৪

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

৪ মে (সোমবার) রাত ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

করোনায় আক্রান্ত এই চারজন রোগীর মধ্যে দুইজন রামগঞ্জের, একজন কমলনগরের এবং একজন রায়পুরের বাসিন্দা।

রায়পুর উপজেলাতে এ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সে ১৩ বছরের একজন কিশোর বলে জানা গেছে।

জেলায় ৫৮ জন লোকের নমুনা চট্রগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষা করা হলে এ চার জনের দেহে করোনা শনাক্ত হয় বলে জানায় সিভিল সার্জন কার্যালয়।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। এদের মধ্যে একজন ঢাকা থেকে লক্ষ্মীপুরে আগত, একজন শনাক্ত হওয়ার আগেই মারা যায় এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

৪৮ জনের মধ্যে জেলার রামগঞ্জে শনাক্ত হয়েছে ১৮ জন, সদরে ১৭ জন, কমলনগরে ছয়জন, রামগতিতে ছয়জন এবং রায়পুরে একজন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। জেলায় মোট সংগৃহীত নমুনার সংখ্যা ১২৫০ জন। ফলাফল পাওয়া গেছে ১০৭৬ জনের, আর বাকী আছে ১৭৩ জনের নমুনার ফলাফল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত