লক্ষ্মীপুরে আরও একজন করোনায় আক্রান্ত, মোট ৪৪

প্রকাশ : ০৩ মে ২০২০, ১৪:৫১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

২ মে (শনিবার) রাত পৌনে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

করোনায় শনাক্ত ব্যাক্তি রামগতি উপজেলার বাসিন্দা।

এই ৪৪ জন আক্রান্তেদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন। রোগ শনাক্ত হওয়ার আগেই ঢাকায় একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে জেলায় এখন করোনা রোগী আছে ৪১ জন।

চট্রগ্রামের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনাপজিটিভ আসে। একই সঙ্গে দুই পুরনো রোগীর পুনরায় টেষ্টেও পজিটিভ আসে।

মোট আক্রান্তদের মধ্যে যে দুইজন আক্রান্ত হয়েছেন তাদের একজন রামগতি এবং অন্যজন রামগঞ্জের বাসিন্দা।

অপর আক্রান্তদের হাসপাতাল এবং হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত