অবশেষে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১২:১২

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে মহামারি করোনা ভাইরাস। রহস্যময় এই ভাইরাসের কারণে চীনে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এর মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার করতে সফল হয়েছেন বলে দাবি করেছেন চীনের একদল চিকিৎসক।

এসব চিকিৎসকদের বক্তব্যের বরাতে ২৭ জানুয়ারি (সোমবার) এ খবর প্রকাশ করেছে চীনের সংবাদমাধ্যম শিনহুয়া।

চিকিৎসকদের দাবি, গত কয়েকদিনের গবেষণায় করোনা ভাইরাস নির্মূলে একটি নতুন ভ্যাকসিন আবিষ্কার করতে সফল হয়েছেন তারা। ইতোমধ্যে নতুন এই ভ্যাকসিনের পরীক্ষাও চালিয়েছেন। ভাইরাসে আক্রান্ত ৭ জন রোগীকে এ নতুন ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর এসব রোগীর দেহে সংক্রামিত ভাইরাসের লক্ষণগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভ্যাকসিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি। এ ব্যাপারে চীনের চিকিৎসকদের দাবি যাচাই করে দেখবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন হয়েছে। এছাড়া আরও তিন হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত