x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন
  •  ইতালিতে ফের ছড়াচ্ছে করোনা, নতুন রোগীদের সিংহভাগ বাংলাদেশি
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৭ হাজার, আক্রান্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি
  •  সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫৬ শতাংশ, জুনে নিহত ৩৬৮
  •  আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি রায়হানের ভিসা বাতিল

শিশুর ডেঙ্গু হলে যেসব লক্ষণ দেখা দেয়

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৬:৫২

বড়দের সঙ্গে এখন শিশুদেরও ডেঙ্গু হচ্ছে। তবে ভাইরাস শরীরে প্রবেশের চার থেকে ১০ দিনের মধ্যে নানা ধরণের লক্ষণ দেখা দেয়। সেসব লক্ষণগুলো আমাদের জেনে নেওয়া উচিত।

যেসব লক্ষণে বুঝবেন শিশুর ডেঙ্গু হয়েছে-
১. জ্বরের তাপমাত্রা সাধারণত ১০১, ১০২ ও ১০৩ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। আর ডেঙ্গু হলেই যে তীব্র জ্বর শরীরে থাকবে এমন নয়। কারণ জ্বর ১০০ এর নিচে থাকা অনেক শিশুর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২. শিশুর ডেঙ্গু জ্বর ২ থেকে ৩ দিন বা তার চাইতে বেশি স্থায়ী হতে পারে।

৩. পেট ফুলে যায় বা রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দিতে পারে। ফলে শিশুদের শক সিনড্রোম হতে পারে।

৪. শিশু নিস্তেজ হয়ে পড়ে, ঝিমাতে থাকে ও অযথা কান্নাকাটি করে।

৫. শিশুর মধ্যে প্রচণ্ড ক্ষুধামন্দা দেখা দেয়, কিছুই খেতে চায় না ও বমি বমি ভাব হয় বা কিছু খেলেই বমি হতে পারে।

৬. ৬-৮ ঘণ্টার মধ্যে শিশুর প্রস্রাব না হওয়া ডেঙ্গুর মারাত্মক লক্ষণ।

৭. মাথাব্যথা, শরীর ব্যথা, পেটে ব্যথা ও শরীরে লালচে র‍্যাশ দেখা দিতে পারে।

৮. পানি শূন্যতা ও পাতলা পায়খানাও হতে পারে।

৯. চোখ লাল হয়ে যাওয়া, কাশি বা শ্বাসকষ্ট হওয়া।

উপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

খবর-বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত