স্ট্রোকের লক্ষণ কিভাবে বুঝবেন?

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ১৯:৪০

স্ট্রোক হচ্ছে দুই ধরনের- ইসকেমিক ও হেমোরেজিক।

ইসকেমিক স্ট্রোকে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। সাধারণত রক্তনালির ভেতর জমাট বাঁধা রক্তপিণ্ড এ সমস্যা করে থাকে।

হেমোরেজিক স্ট্রোক মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে যে রক্তক্ষরণ হয়।

স্ট্রোক মস্তিষ্ককে ভীষণভাবে ক্ষতি করে। তাই কিছু লক্ষণ রয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন স্ট্রোক হয়েছে। আর স্ট্রোকের লক্ষণগুলো জানা থাকলে মৃত্যু ঝুঁকি এড়ানো যায়।

স্ট্রোকের লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

আসুন জেনে নেই যেসব লক্ষণে বুঝবেন স্ট্রোক হয়েছে-
১. হাত- পা ও মুখের অসাড় অবস্থা বা জড়তা। যা শরীরের এক অংশে হয়ে থাকে।

২. হাঁটতে-চলতে অসুবিধা, কথা বলতে সমস্যা ও অন্যের কথা বুঝতে অসুবিধা।

৩. হাসতে মুখের এক পাশ বেঁকে যাওয়া ও উভয় হাত উপরে তুলতে বললে এক হাত পড়ে যাওয়া।

৪. দুই চোখের দেখতে অসুবিধা হওয়া ও কোনো কারণ ছাড়াই হঠাৎ বেশ মাথাব্যথা।

৫. ঝিমুনিভাব ও প্যারালাইসিস হওয়া।

তবে অনেক সময় স্ট্রোকের লক্ষণের সঙ্গে মাইগ্রেনের লক্ষণ মিলে যায়। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত