রামগতিতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল বিষয়ক কর্মশালা

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৭:১৯

লক্ষ্মীপুরের রামগতিতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এর উদ্যোগে উপজেলার চর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ওই কর্মশালার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ। 

উক্ত কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: তৈয়ব আলী ও সমাজ বিজ্ঞানের প্রভাষক সজীব চন্দ্র সরকার।

এসময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী, সাংবাদিক, স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, অটিজম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবক, ঈমাম, স্বেচ্ছাসেবী সংগঠন শারদাঞ্জলি ব্লাড ব্যাংকের রামগতি শাখার সাধারণ সম্পাদক লিংকন সাহা ও আলেকজান্ডার বয়েজ ক্লাব।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত