সাতক্ষীরায় জনস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক ওয়াস কর্মশালা

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৪:১২

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় “বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন” বিষয়ক ওয়াস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৩ মে) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

জনস্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তরের প্রাককলোনীক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব সানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সিনিয়র সহকারি মৎস্য অফিসার রাশেদুল হক, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ব্রহ্মরাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, পল্লী চেতনার পরিচালক সাতক্ষীরার আনিছুর রহমান প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, অপর্যাপ্ত স্যানিশেন ব্যবস্থার কারণে বাংলাদেশে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশে স্বাস্খ্য খাতে যে পরিমান ক্ষতি হয় এখনো তার সিংহভাগ ডায়রিয়া। অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবহারের মূল শিকার দরিদ্র পরিবার,মোট অর্থনৈতিক ক্ষতির ৭১ ভাগ পোহাতে হয় তাদের।

কর্মশালায় শিক্ষক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ৪৫ জন অংশ নেয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জনস্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তরের স্যোসাল ডেভেলপমেন্ট অফিসার ঢাকা, মোহাম্মদ বাবুল আখতার।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত