শিবগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

প্রকাশ | ০৯ মে ২০১৯, ১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক ও অনান্য দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে ডা. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

এসময় বক্তব্য রাখেন কামরুজ্জামান রানু,ইব্রাহিম হোসেন, রাকিব রায়হান প্রমুখ।  বক্তরা ওই কর্মসূচীর টাকা ফেরৎ প্রদানসহ স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবী করেন।

মানববন্ধন  চলাকালে সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক স্বাস্থ্যকর্মীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। মানববন্ধনকারীরা জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেন।

ডা. জাহাঙ্গীর হোসেন জানান,আত্মসাৎ নয়, ভিটামিন প্রোগ্রামের টাকা অন্য দুটি প্রোগ্রামে ব্যয় করা হয়েছে। ইতোমধ্যে অন্য প্রোগ্রামগুলির টাকা এসে গেছে। ভিটামিন প্রোগ্রামের টাকা দিয়ে দেয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ