আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৭

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। তাই ডায়াবেটিস ও ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধ করাই গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে- বক্তব্য বিশেষজ্ঞদের।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, প্রতিবছরের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়ে থাকে। বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রপথিক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের মৃত্যু দিবসে এ কার্যক্রম পরিচালিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম বলেন, প্রাথমিক পর্যায়ের ডায়াবেটিস আক্রান্তদের ক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট মাঝারি ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করতে হবে।

দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘উন্নত ডায়াবেটিস সেবা পেতে আজই ডিজিটাল নিবন্ধন করুন’। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত