বৃক্ষমানবের চিকিৎসায় আবার মেডিকেল বোর্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:১১

সাহস ডেস্ক

বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব খ্যাত আবুল বাজনদারের চিকিৎসার জন্য পুনরায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে নয় সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ডা. আবুল কালাম জানান, নতুন করে বাজনদারের চিকিৎসায় এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার নতুন করে আবার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। ওই রিপোর্ট হাতে এলেই আবার তার অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের আট চিকিৎসকের নামের তালিকার বাইরেও আরেক চিকিৎসককে পরে এই বোর্ডে সংযুক্ত করা হয়েছে বলে জানান ডা. আবুল কালাম।

চিকিৎসা সম্পন্ন না করেই হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিলেন আবুল বাজনদার। গত রবিবার সকাল ১০টায় মা আমেনা বেগমকে সঙ্গে করে পুনরায় বার্ন ইউনিটে আসেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত