জেলা হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩

অনলাইন ডেস্ক

দেশের আটটি জেলার ১০টি সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়।

সোমবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ঢাকাসহ আট জেলার ১০টি সরকারি হাসপাতালে দুদক একযোগে অভিযান চালিয়েছে। এই হাসপাতালগুলোয় ২৩০ ডাক্তারের মধ্যে ৯২ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে ৪০ শতাংশ। ঢাকার বাইরে যে সাত জেলায় আটটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে ১৩১ চিকিৎসকের মধ্যে ৮১ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে প্রায় ৬২ শতাংশ।