হাতিয়ায় ফলিত পুষ্টি বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:২২

হাতিয়া প্রতিনিধি

হাতিয়ায় ফলিত পুষ্টি বিষয়ের উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় তিনদিনব্যাপী একটি প্রশিক্ষণ দেওয়া হয়।

গত ১৮ জানুয়ারি বাংলাদেশের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) এর উদ্যোগে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাতিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ নুরল ইসলাম। তিনদিনব্যাপী উক্ত প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, হাই স্কুল শিক্ষক, এনজিও কর্মীরা অংশ নেন৷

প্রশিক্ষণের বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জ্যোতিলাল বরুয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল হালিম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তেব্যে, প্রধান প্রধান পুষ্টিমান বিভিন্ন বয়সে সুষম খাদ্যের চাহিদা, পুষ্টি উন্নয়নে ফলচাষ, মাছের চাষ, ভুট্টা, সয়াবিনের ব্যবহার, ফলের পুষ্টিগুণ, ঔষধিগুণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা, প্রাণীজ আমিষের ঘাটতি পুরণ ইত্যাদি বিষয় তুলে ধরেন৷

সাহস২৪.কম/ইতু/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত