৪ কোটি ডায়াবেটিস রোগী ইনসুলিন সংকটে পড়তে পারে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:০০

টাইপ টু ডায়বেটিসের হার বাড়তে থাকায় ২০৩০ সাল নাগাদ প্রায় ৪ কোটি ডায়বেটিস রোগী এই রোগের চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি ইনসুলিন নাও পেতে পারে।

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় একথা বলা হয়েছে। খবর এএফপি’র।

গবেষকরা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন থেকে ২২১টি দেশের রোগীদের তথ্য নিয়ে ২০১৮ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এ বিষয়ক সমস্যা নিয়ে গবেষণা করেন। বিশ্বের ৬০ শতাংশেরও বেশি টাইপ টু ডায়বেটিস রোগীদের নিয়ে ১৪টি গবেষণা করা হয়।

গবেষণা অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বব্যাপী টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে ৪০ কোটি ৬০ লাখ থেকে বেড়ে ২০৩০ সালে ৫১ কোটি ১০ লাখে দাঁড়াবে।

গবেষকদের আশঙ্কা, যদি ইনসুলিন উৎপাদনের হার একই থাকে তবে মাত্র ৩ কোটি ৮০ লাখ রোগী ইনসুলিন পাবে। অথচ তখন ৭ কোটি ৯০ লাখ রোগীর ইনসুলিন প্রয়োজন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত