কলা কিংবা তুলোর তৈরি প্যাডে থাকুন দুশ্চিন্তা মুক্ত

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৮:০৫

সাহস ডেস্ক

মেন্সট্রুয়াল সাইকেলের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ৷ আর, সেজন্যই বার বার প্রচারের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে তুলে ধরা হয়েছে৷ কিন্তু, অনেক গ্রামীণ মানুষরাই স্যানিটারি ন্যাপকিনের বিষয়টিকে বিলাসবহুলতা মনে করেন৷ কিছুদিন আগেই রিলিজ হয়েছিল ‘প্যাডম্যান’৷ অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির বিষয়ই ছিল স্যানিটারি ন্যাপকিন৷ যেখানে কীভাবে কম খরচে স্যানিটারি ন্যাপকিন মহিলারা পেতে পারেন সে বিষয়টিকেও দেখানো হয়েছে৷ আর, সেই সূত্র ধরেই উঠে আসে আরও একটি বিষয়, অর্গানিক স্যানিটারি ন্যাপকিন৷ যেগুলি বাজার চলতি বহুল প্রচারিত স্যানিটারি ন্যাপকিনের থেকে অনেকটাই আলাদা৷

১) NURTURE- প্যাড তৈরির জন্য সংস্থা ব্যবহার করেছে হাইপোএলারজেনিক ১০০ শতাংশ ন্যাচারাল কটন৷ যেটি আপনাকে রাখবে দিনভর তরতাজা এবং একই সঙ্গে ব্যাকটেরিয়া ফ্রী৷ প্রতি প্যাডের দাম থাকছে মাত্র ১৫ টাকা৷

২) SAATHI– মূলত উদ্ভিজ উপাদান থেকেই তৈরি করা হয় প্যাডগুলি৷ কলা গাছের কাণ্ডই প্যাড তৈরির মূল উপদান৷ প্রতি প্যাডের দাম থাকছে ২২ টাকা৷

৩) CARMESI- সবথেকে পুরনো ব্রান্ড বললেও ভুল হবে না৷ ভারতের সমস্ত ন্যাচারাল স্যানিটারি ন্যাপকিন ব্রান্ডগুলির মধ্যে প্রথম আত্মপ্রকাশ করেছিল ব্রান্ডটি৷ যেটি পুরোপুরিভাবে জীবাণুবিয়োজ্য৷ প্রতি প্যাকের দাম থাকছে ১৪৯ টাকা৷ প্রতি প্যাকেটে থাকছে ২০ টি প্যাড৷

৪) SOCH- সফট ফেব্রিক, মাইক্রোফাইবার থেকে পুনব্যবহারযোগ্য প্যাড এনেছে SOCH৷ এছাড়াও, সংস্থা এনেছে পিরিয়ড কিট, পিরিয়ড প্যান্টিস এবং মেনট্রুয়াল কাপস৷ প্রতিটি প্যাডের দাম থাকছে ৩৬৫ টাকা৷

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত