তাপদাহে মশাবাহিত রোগঝুঁকিতে ইউরোপ

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৪:০৫

সাহস ডেস্ক

চলমান তাপদাহে মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগঝুঁকিতে রয়েছে ইউরোপ এমন শঙ্কার কথাই উচ্চারণ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘ইউরোপজুড়ে সাম্প্রতিক তাপদাহ রোগঝুঁকি বাড়াবে, বিশেষ করে মশার বংশবিস্তারের ফলে দ্রুত রোগব্যাধি ছড়িয়ে পড়বে।’

তারা আশঙ্কা করছেন, তাপদাহের কারণে জিকা, এনসেফালাইটিস, ডেঙ্গুজ্বর এবং চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগের প্রাদুভার্ব বাড়বে। যা ভ্রমণপিপাসুদের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে।

‘ওয়েস্ট নাইল ভাইরাস’-এ সম্প্রতি ২২ জনের প্রাণহানির ঘটনায় বিষয়টি সবার নজরে আসে। এছাড়া ভাইরাসে ইটালি, গ্রিস, হাঙ্গেরি, সার্বিয়া এবং রোমানিয়ায় এরইমধ্যে আরো চারশ’ মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

ইউরোপিয়ান সেন্টারের রোগ প্রশমন ও নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র জেন সিমেনজা বলেন, ‘মৌসুমের আগে কখনো এতো সংখ্যক মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। বিষয়টি খুবই ‘রহস্যজনক’, একইসঙ্গে উদ্বেগেরও।’

তিনি আরো বলেন, ‘উচ্চ তাপমাত্রায় মশার বংশ বিস্তার দ্রুত হয়। এ সময় তাদের শরীরে জীবাণুও দ্রুত বিস্তার লাভ করে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় মশার সবকিছুই দ্রুত হয়।’

তবে পরামর্শ হিসেবে তিনি লোকজনকে রক্তের সুরক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত