অসময়ে কালনীর ভাঙনে দিশেহারা মানুষ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫

নুর উদ্দিন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীর তীরবর্তী এলাকার মানুষ। ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাটসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। উপজেলার তাড়ল ইউনিয়নের আমিরপুর গ্রাম রয়েছে ভয়াবহ হুমকির মুখে। অনেকের ঘরবাড়ি, ফসলি জমি ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। নদী তীরের রাস্তাটিও গ্রাস করেছে কালনী। এছাড়া শত বছরের পুরনো কবরস্থানটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে ২০০ বছরের পুরনো মসজিদটিও। চলাচলের রাস্তা ভাঙনের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।

গ্রামের বাসিন্দা হুমায়ূন আহমদ বলেন, কালনী নদীর ভাঙন এলাকা শেষ করে দিচ্ছে। ভাঙন থেকে বাঁচতে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। স্থানীয় এমপির ডিও লেটার নিয়ে গিয়েছি। দিরাইয়ের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা একাধিকবার নদী ভাঙন এলাকা পরিদর্শন করে সমীক্ষা করেছেন। প্রকল্প গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও আশার আলো দেখা যায়নি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, কালনী নদীসহ জেলার ১৪টি নদী খননে একটি প্রকল্প গ্রহণের জন্য সার্ভে করা হয়েছে।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত