কাদায় আটকে পড়া বন্যহাতি উদ্ধার

প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০১

সাহস ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৈলাভাঙ্গা বিলে লোকালয়ে এসে কাদায় আটকে পড়া বন্যহাতিকে প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে চট্টগ্রাম বন বিভাগ। শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোদালা চা বাগানের পাশে তৈলাভাঙ্গা বিল থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে প্রায় ৭ ফুট নরম কাদামাটিতে মধ্যবয়সী বন্যহাতিটি আটকে যায় । সূর্যোদয়ের পরপরই ভোরের দিকে স্থানীয় লোকজন হাতির ডাক শুনতে পান। তারা হাতিটির অসহায় অবস্থা দেখে বন বিভাগকে জানান।

বন বিভাগের বিট কর্মকর্তা নবীন কুমার ধর গণমাধ্যমকে জানান, “বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বন বিভাগের কর্মী ও চিকিৎসকেরা ঘটনাস্থলে যান। বন্য হাতিটির জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে হাতিটি উদ্ধার করে বনে পাঠিয়ে দেওয়া হয়। ” 

বন বিভাগের চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতিটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করছি। রাতের অন্ধকারে সম্ভবত হাতিটি পথ ভুলে জমিতে এসে কাদায় আটকে যায়। শরীরের ওপরের অংশ বাদে চার পায়ের পুরো অংশই কাদার মধ্যে ছিল। স্থানীয় লোকজন হাতির ডাক শুনতে পান। তারা হাতিটির অসহায় অবস্থা দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে উদ্ধার করি।’

সাহস২৪.কম/এবি.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত