ধানের সঙ্গে বিষ মিশিয়ে পাখি হত্যা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৩

সাহস ডেস্ক

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ধানের সঙ্গে বিষ মিশিয়ে নানা প্রজাতির শতাধিক পাখি হত্যা করেছে দুস্কৃতিকারীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইনাতাবাদ এলাকায় মৃত পাখিগুলো দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিককে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতাবাদ গ্রামে প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে কবুতর ও চড়ুই পাখি খাবারের সন্ধানে আসে। সারাদিন খাবার খেয়ে বিকেলে চলে যায়। কিছু লোক ধানের সঙ্গে বিষ মিশিয়ে এগুলো ছিটিয়ে রাখে। পাখি এসে ধান খেয়েই কাতরাতে থাকে। পরে শিকারীরা এগুলো জবাই করে নিয়ে যায়।

ইনাতাবাদে প্রায় একশ’ কবুতর ও চড়ুই পাখি মারা হয়েছে এ খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় শিকারীরা পালিয়ে গেলেও ২১টি পাখি ও বিষ মেশানো ধান জব্দ করেন।

সিদ্ধার্থ ভৌমিক বলেন, পাখিগুলো কীভাবে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেনের সাথে কথা বললে দায়িত্বপ্রাপ্ত বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা রেজাউল করিম এর  সাথে যোগাযোগ করতে বলেন। এই বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা রেজাউল করিমের সাথে কথা বলা জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাহস২৪.কম/এবি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত