টগর-বেলী বাঘ দম্পতির খাঁচায় দুই শাবকের জন্ম

প্রকাশ | ১৬ আগস্ট ২০২১, ১৮:০৮

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় টগর-বেলী বাঘ দম্পতির খাঁচায় এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। করোনাকালে চিড়িয়াখানায় প্রথম বাচ্চা দিলো রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি।

দর্শনার্থীদের জন্য সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়।

এদিন আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দু’টির নামকরণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ ছাড়া চিড়িয়াখানায় ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ২১০টি বক অবমুক্ত করেন মন্ত্রী।

নারী শাবকের নাম রাখা হয়েছে অবন্তিকা, পুরুষ শাবকের নাম দুর্জয়। মায়ের সঙ্গেই থাকছে এ দুটি বাঘের বাচ্চা। বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়।

সূত্র জানায়, স্ত্রী বাঘ বেলীর জন্ম ২০১৭ সালের ৯ নভেম্বরে ও পুরুষ বাঘ টগরের জন্ম ২০১৭ সালের ১ মার্চে।

সাহস২৪.কম/এবি