কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত স্বাদু পানির ডলফিন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৬:০৮

সাহস ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৬-৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ‘স্বাদু পানির ডলফিন’ (Ganges River Dolphin)। সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন স্থানে শনিবার (৭ আগস্ট) বিকেলে সৈকতে মৃত ডলফিনটি পড়ে থাকতে দেখে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সংবাদ দেয় স্থানীয় জেলেরা।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সৈকতে ডলফিনটি মাটিচাপা দেয় স্থানীয় জেলেরা। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছিল।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী মানিক মিয়া জানান, ‘প্রায় সময় সৈকতে বিভিন্ন ধরনের মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশিরভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।’

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভেসে আসা ডলফিনটি ‘স্বাদু পানির ডলফিন’(Ganges River Dolphin)। এ প্রজাতির ডলফিনগুলো সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। ফলে জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে। আবার বয়সের কারণেও এরা মারা যায়। জোয়ারের তোড়ে মরদেহ সমুদ্র তীরে চলে আসে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ভেসে এসেছে।

সাহস২৪.কম/এবি/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত