পঞ্চগড়ে আবারও রেড কোরাল কুকরি সাপ উদ্ধার

প্রকাশ : ১৭ মে ২০২১, ১৫:১৩

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ে পঞ্চমবারের মতো নতুন প্রজাতির আরেকটি রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছে।

১৬ মে (রবিবার) রাত ০৯ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদাপাড়া এলাকার একটি রাস্তা থেকে পঞ্চম বারের মতো জীবিত অবস্থায় এই সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)। 

সহিদুল ইসলাম জানান, ১৬ মে (রবিবার) রাতে স্থানীয়রা রাস্তায় সাপটিকে দেখতে পেয়ে আটক করে আমাকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। ১৭ মে (সোমবার) রাতে সাপটি অবমুক্ত করা হবে।

তিনি বলেন, সাপটি দিনের বেলা সুর্যের আলো তেমনভাবে সহ্য করতে পারে না, যার কারণে রাতে সাপটিকে অবমুক্ত করা হবে।

প্রসঙ্গত, গত ০৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় প্রথম বারের মত উদ্ধার করা হয় এই সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয় বারের মতো জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থবারের মতো মৃত অবস্থায় উদ্ধার হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত