সুন্দরবনে বনকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থান

প্রকাশ : ১৪ মে ২০২১, ১৮:৫৯

সাহস ডেস্ক
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে যে কোনো ধরনের অপতৎপরতা ও চোরা শিকারিদের দৌরাত্ম ঠেকাতে সুন্দরবনে সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করেছে বনবিভাগ।  

জানা গেছে, গত কয়েকদিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার, বিষ প্রয়োগে মাছ আহরণ, গাছ পাচারের ঘটনা ঘটেছে। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু মানুষ সুন্দরবনে প্রবেশ করে অপরাধ কর্মকাণ্ডের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ঈদ উপলক্ষে বেপরোয়া হয়ে উঠে হরিণ শিকারীরা। অপরাধীদের সামাল দিতে সুন্দরবনে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত