দুর্লভ এশীয় বনরুই উদ্ধার

প্রকাশ : ১৩ মে ২০২১, ১৮:২৭

সাহস ডেস্ক

মৌলভীবাজার বনবিভাগ কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিজান চালিয়ে একটি দুর্লভ সরীসৃপ এশীয় বনরুই (Pangolin) উদ্ধার করতে সক্ষম হন। মৌলভীবাজার বনবিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্চারড ওয়াইল্ড লাইফ শ্রীমঙ্গলের একটি সেচ্ছাসেবী সংগঠন অপারেশন চালিয়ে পৃথিবীব্যাপী মহাবিপন্ন বনরুইটি উদ্ধার করে।

জানা যায়, সংঘবদ্ধ পাচারকারীচক্রের হাত দিয়ে মহাবিপন্ন সরীসৃপটি পাচারের অপেক্ষায় ছিল। বনরুই অত্যন্ত দুর্লভ একটি প্রাণী ।বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত।

বুধবার (১২ মে) বিকেলে এটিকে উদ্ধারের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের আওতাধীন জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ। আটক করা পাচারকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, গোপনসূত্রে আমাদের কাছে খবর এসেছিল যে, পাচারকারীচক্রের সদস্যদের কাছে একটি বনরুই পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে। আমরাও আমাদের মতো করে এটিকে উদ্ধারসহ অপরাধীদের আটকের পরিকল্পনা করে সে মোতাবেক অপারেশন চালিয়ে সফল হতে পেরেছি। এ অপারেশনে বনবিভাগের লোকজন ছাড়াও আইনপ্রয়োগকারী সদস্যসহ স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরাও যুক্ত ছিলেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) ‘লালতালিকা’ অনুযায়ী বনরুই পৃথিবীব্যাপী মহাবিপন্ন প্রাণী। এটি আপাতত জানকিছড়া রেসকিউ সেন্টারে কয়েকদিন রাখা হবে চিকিৎসাসহ পরিচর্যার জন্য। পরে তাকে বনে অবমুক্ত করা হবে বলে জানান ডিএফও রেজাউল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত