পটুয়াখালীতে ৬০ হাজার বাগদা রেনু পোনা উদ্ধার

প্রকাশ : ০১ মে ২০২১, ১৩:২৫

সাহস ডেস্ক
আলোকচিত্র : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ৬০ হাজার বাগদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার আলিপুর বাজার থেকে অভিযান চালিয়ে এ রেনু  পোনাগুলো উদ্ধার করে ।

 উদ্ধারকৃত রেনু পোনা শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১০ টার দিকে খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, বাগদা পোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার আলিপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি ড্রামে ৬০ হাজার বাগদা পোনা পাওয়া যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জব্দকৃত পোনাগুলো রাত ১০টায় খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত