পাহাড় কেটে জরিমানা গুনলেন ৩ লাখ টাকা

প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৩:১৩

সাহস ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৩১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের একটি দল বুধবার সকালে জামতলা ডেবারপাড় এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরে পাহাড় কাটায় অভিযুক্ত মাঈনুদ্দীন ও নাজির নামে দুইজনকে কার্যালয়ে ডাকা হয়। সেখানে তারা পাহাড় কাটার কথা স্বীকার করেন।

দণ্ডিত দুইজন হলেন জামতলা ডেবারপাড় এলাকার বাসিন্দা মো. মাঈনুদ্দীন ও নাজির আহমদ।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম মহানগরের জামতলা ডেবারপাড় এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলেছে। দুপুরে শুনানিতে পাহাড় কাটার কথা স্বীকার করেন অভিযুক্ত মাঈনুদ্দীন ও নাজির। পরে তাদের দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত