৭৬ লাখ টাকার পাথরসহ পাথর পাচার সরঞ্জাম জব্দ

প্রকাশ : ৩১ মার্চ ২০২১, ১৩:৩২

সাহস ডেস্ক

নাইক্ষ্যংছড়ির কাগজিখোলা থেকে পাচারকালে ৩টি ট্রাকসহ ৭৬ লাখ টাকার পাথর ও পাচার সরঞ্জাম জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি বিজিবি। এ নিয়ে ১১ বিজবির নায়েক সুবেদার মো. আলিমুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নম্বর ১৭/২০২১ তাং: ২৯/৩/২০২১।

জানা গেছে, ২৮ মার্চ (রবিবার) বিকেলে উপজেলা সদর থেকে ২৬ কিলোমিটার উত্তরে দূর্গম কাগজিখোলার ইটের সলিন নামক এলাকায়  বিজিবির একটি টহল দল দেখতে পায় পাহাড়ের ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর ভর্তি ৩ টি ট্রাক।।

১১ বিজবির নায়েক সুবেদার মো. আলিমুজ্জামান জানান,“ আটককৃত পাথর ও অন্যান্য মালামালের মূল্য আনুমানিক ৭৬ লাখ টাকা। এগুলো থানায় জমা দেয়া হয়েছে।”

এলাকাবাসীর দেয়া তথ্য মতে, ‘এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিমাত্রায় পাহাড় কেটে, মাটি খুঁড়ে, ঝিড়ি ঝর্ণা থেকে পাথর আহরণ করায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঝিরি ও পাহাড় খুঁড়ে পাথর উত্তোলনের ফলে এলাকায় দেখা দিয়েছে চরম পানির অভাব। শুষ্ক মৌসুম আসতেই নলকূপ ও রিংওয়েলে পানি উঠা বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, ‘বাইশারী রেঞ্জ কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ তান্ডব চালাচ্ছে পাথর খেকোরা।’

 

তথ্যসূত্র: সমেয়ের কন্ঠস্বর(বুধবার, মার্চ ৩১, ২০২১), দৈনিক আজাদী (বুধবার, ৩১ মার্চ ২০২১)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত