সুন্দরবনে নদীর চর থেকে মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার

প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১২:২৭

সাহস ডেস্ক
প্রতীকী ছবি সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চর থেকে বন বিভাগ একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে।

শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে বাঘটি উদ্ধার করে। মাদী বাঘটি লম্বায় ৭ ফুট ও আনুমানিক বয়স ১৫ বছর। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বনরক্ষীদের সাথে নিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। 

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বিভিন্ন গণমাধ্যকে বলেন, মৃত বাঘটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। শরীরের কোনও অঙ্গ-প্রতঙ্গও খোয়া যায়নি। এসব কারণে ধারণা করা হচ্ছে, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে। মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি শরণখোলা রেঞ্জের কটকা ওয়ার্ড হেরিটের সাইডের অভয়ারণ্যের ছাপড়াখালী খালের চর থেকে একটি বাঘিনীর মৃত দেহ উদ্ধার হয়। ওই মৃত বাঘটির পেছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় উদ্ধারের পরদিন ময়নাতদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দিয়ে রাখা হয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, নিউজ২৪ বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত