সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ২০:৩৩

সাহস ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত