তাহিরপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১২:৪৬

নুর উদ্দিন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে গ্রামবাসীর হাতে ধরা পড়ল বিরল প্রজাতির এক বন্যপ্রাণী। 

প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। ধূসর বা ছাই রঙের বণ্যপ্রাণিটি লম্বায় প্রায় ১২ থেকে ১৭ ইঞ্চি হবে। লোমে ঢাকা তার সারা গাঁ। এমন প্রাণী এর আগে কেউ দেখেননি বলেও জানান কামড়াবন্দ গ্রামের অনেক বাসিন্দা।

শকামড়াবন্দ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েকজন মিলে প্রাণিটিকে বেল গাছের ডাল থেকে আটক করা হয়। খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল জাতীয় বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণিটিকে এক নজর দেখার জন্য মঞ্জুরুল আলমের বাড়িতে ভিড় জমায়। প্রাণীটি কলা খায়, নড়েচড়ে কম এবং মানুষকে আকড়ে ধরার চেষ্টা করে।

বণ্যপ্রাণী আটকের বিষয়টি জানার পর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত বিজেন ব্যানার্জী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্যপ্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত