আজ ঢাকায় তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪

সাহস ডেস্ক

দেশের বেশিরভাগ স্থানে শৈত্যপ্রবাহ, বৃষ্টি ও হাড় কাঁপানো শীতে পড়েছে। টানা শীতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীসহ পুরো দেশবাসীর। ইতোমধ্যে বিগত বছরের রেকর্ডকেও ছাড়িয়েছে শীত।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার প্রকোপ তেমন না থাকলেও হিমেল বাতাস বইছে রাজধানী শহর ঢাকায়। ফলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান,  চলমান অবস্থা আগামী দু’একদিন থাকবে। দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত