বঙ্গোপসাগরে লঘুচাপ, আসছে শৈত্যপ্রবাহ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫

সাহস ডেস্ক

বঙ্গোপসাগরের দক্ষিণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ডিসেম্বরের শেষে কমে যেতে পারে তাপমাত্রা এবং শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, দেশে শীতের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কম। তবে শীত চলে গেছে ভাবলে ভুল হবে। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে কনকনে ঠান্ডার আরও একটি শৈত্যপ্রবাহ। ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহটি, যেটির তীব্রতা কাঁপিয়ে দিতে দেশের অনেক স্থানের মানুষের জীবনযাত্রা।

ডিসেম্বরের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) কিংবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

চলতি মাসজুড়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও শেষার্ধে কমে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত