বঙ্গোপসাগরে লঘুচাপ, রাতে বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১২:২৮

সাহস ডেস্ক

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সারা দেশে রাতে তাপমাত্রা বাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত সপ্তাহের শেষ দিকে সার্বিক তাপমাত্রা কিছুটা কমে এলেও, গত কয়েকদিন ধরে রাতে গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাতাসের আদ্রতার পরিমাণ ৬৩ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত