কুড়িগ্রামে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন কবির বিন আনোয়ার

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ২০:১৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ছয়দিন ধরে টানা ভারী বর্ষণে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রামের এই বন্যাদুর্গত এলাকা পরিদর্শণ শেষে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশন চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

১৫ জুলাই (সোমবার) ভোরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কিশামত মালভাঙা, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু আশ্রয়ণকেন্দ্রে এবং চিলমারী উপজেলার চরসাকাহাতি আশ্রয়ণকেন্দ্রে দুই হাজার পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্তজেলা প্রশাসক হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

এর আগে রবিবার বিকালে সচিব কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এর পর সন্ধ্যায় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে দুর্যোগ বিষয়ে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত