প্লাস্টিক গিলে হরিণের মৃত্যু

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৬:২৭

জাপানের নারা পার্কে প্লাস্টিক গিলে ৯ টি হরিণের মৃত্যু হয়েছে। বন্যপ্রানী সংরক্ষণকারী একটি দলের অভিযোগ এই হরিণ গুলোর মৃত্যুর জন্য পর্যটন ব্যবস্থাপনা দায়ী।

নারা হরিণ সংরক্ষন ফাউন্ডেশনের জানায় এই বছরের মার্চ থেকে জুনের মাঝে মারা যাওয়া হরিণ গুলোর পাকস্থলিতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যাগ ও স্ন্যাকস প্যাকেট  পাওয়া যায় ।

ফাউন্ডেশনের কর্মকর্তা ইয়োশকিতা আশিমুরা বলেন, ''সবচেয়ে বেশী প্লাস্টিক যেই হরিণটির পেটে পাওয়া যায় সেগুলোর ওজন প্রায় ৪.৩ কেজি (৯.৫ পাউন্ড)।"
 
জাপানের প্রাচীন রাজধানীতে অবস্থিত ছবির মতন পার্কটিতে ১০০০ বেশী হরিণ রয়েছে, যেগুলোকে প্রায়ই মুখরোচক খাবার পাওয়ার লোভে পার্কের রাস্তার আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।

আশিমুরো অভিযোগের সুরে বলেন, "হরিণ গুলোকে ক্রাকারস ব্যাতীত কোন ধরণের খাবার দেওয়া নিষিদ্ধ হলেও কিছু দর্শনার্থী অন্যান্য হালকা খাবারও দেন।" হরিণগুলো স্ন্যাকস এবং সেগুলোর মোড়ককেও সম্ভবত খাবার ভেবে গিলে ফেলে বলে মন্তব্য করেন তিনি।

পার্কে থাকা সংখ্যায় প্রায় ১২০০ হরিণ কে জাতীয় সম্পদ আখ্যায়িত করে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সাহস২৪.কম/জুবায়ের/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত